বরগুনায় এসএসসি পরীক্ষার্থীদের জন্য নিরাপদ সড়কের দাবিতে স্মারকলিপি
বরগুনার বেতাগীতে এসএসসি পরিক্ষার্থীদের জন্য সড়ক নিরাপদ রাখার দাবিতে উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছে শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ)।
সোমবার (২ মে) দুপুরে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীনের হাতে এ স্মারকলিপি প্রদান করে বেতাগী এনসিটিএফের সভাপতি মো. খায়রুল ইসলাম মুন্না।
এসময় এনসিটিএফ বেতাগীর অন্যান্য শিশু সদস্যসহ বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু, সাবেক সভাপতি আব্দুর সালাম সিদ্দিকী, বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন মো. শামীম সিকদার, সহ সভাপতি মো. ইমরান হোসেন, যুগ্ম সম্পাদক সুমন মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. হাসান মাহামুদ পিয়লা প্রমুখ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, চলমান এসএসসি ও সমমান দাখিল পরীক্ষার প্রথম দিনে মোকামিয়া বিদ্যালয় থেকে বেতাগী সরকারি কলেজ পরীক্ষাকেন্দ্রে আসার সময় অবৈধ ট্রলি ও ইটবোঝাই ট্রাকের ধাক্কায় ৬ জন পরীক্ষার্থী ও তাদের অবিভাবকদের বহন করা আটোরিকশা উল্টে তারা গুরুতর আহত হয়। তাই পরবর্তী পরীক্ষাগুলোতে শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সড়কে এসব অবৈধ ও ভারী যানবাহন চলাচল সীমিত রাখার দাবি জানানো হয়।
এ ছাড়া তাদের সুপারিশের মধ্যে রয়েছে পরীক্ষা শুরু হওয়ার দুই ঘণ্টা আগে অর্থাৎ সকাল ৮টা থেকে ১০টা এবং দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত সব ধরনের অবৈধ ও মালবাহী যানবাহন চলাচল সীমিত করা। এসময় পুলিশ টহল জোরদার করাসহ প্রয়োজনে অভিযান পরিচালনা করা।
এ বিষয়ে ইউএনও মো. সুহৃদ সালেহীন বলেন, এটি সময় উপযোগী দাবি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখব এবং এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
এসজি