সিরাজগঞ্জে জাল টাকাসহ যুবক গ্রেপ্তার
সিরাজগঞ্জের শাহজাদপুরে অভিযান চালিয়ে ১ লাখ ৩ হাজার জাল টাকাসহ উজ্জল হোসেন (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
গ্রেপ্তারকৃত উজ্জল হোসেন শাহজাদপুরের দারিয়াপুর গ্রামের মৃত হায়দার আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় জাল টাকা কেনাবেচা করে আসছিলেন। তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১২ এর সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বিএন মো. আবুল হাসেম সবুজ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১ মে) বিকালে পৌরসভার ৩নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে উজ্জল হোসেনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১ লাখ ৩ হাজার জাল টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া তার কাছ থেকে জাল টাকা কেনাবেচার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এসজি