ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসি পরিক্ষার্থী ১ লাখ ২৩ হাজার
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে চার জেলার ১৫০টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবারের এসএসসি পরীক্ষায় ১ হাজার ২৯৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ লাখ ২৩ হাজার ২৫৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। এর মধ্যে শুধুমাত্র ময়মনসিংহ জেলার ৫৬৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ নিচ্ছে ৫৭ হাজার ৪৩৯ জন।
রবিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় পরীক্ষা শুরু হলেও সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকা থেকে পরীক্ষা কেন্দ্রে আসতে শুরু করে পরীক্ষার্থীরা। প্রতিটি কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা অনিুষ্ঠিত হচ্ছে। জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা চলছে। পরীক্ষার্থীদের জন্য কেন্দ্রে সব ধরনের সুযোগ-সুবিধা নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক আরও বলেন, প্রতিটি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে এবং কোথাও যেন কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থির সৃষ্টি না হয় সেজন্য সব ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসআইএইচ