বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী ফয়জুল করিম
আসন্ন বরিশাল সিটি করপোরেশন (বসিক) নির্বাচনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। চরমোনাই পীর ও আমির মুফতি সৈয়দ মোহাম্মাদ রেজাউল করিম দলটির সিনিয়র নায়েবে আমির ও নগর সভাপতি মুফতি সৈয়দ ফয়জুল করিমের নাম ঘোষণা করেন।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকালে চরমোনাই মাদ্রাসা অডিটরিয়ামে এক কর্মসূচিতে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
দলীয় সূত্রে জানা যায়, মুফতি সৈয়দ ফয়জুল করিম এর আগে বরিশাল সদর-৫ আসনে একাধিকবার এমপি প্রার্থী হয়ে লড়েছেন। তিনি বর্তমানে দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা। এ ছাড়া বরিশাল নগরীতে তার ব্যাপক নেতা-কর্মী ও সমর্থক রয়েছে। তাই এবার দলটি বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে তার উপর ভরসা রাখছে।
মেয়র প্রার্থী ঘোষণার পরে সৈয়দ ফয়জুল করিম বলেন, আমি বরিশাল সিটি করপোরেশনকে কী কী উপহার দেব তা জানি না। কিন্তু মানুষের শান্তি প্রতিষ্ঠার জন্য, তার অধিকার বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। আমি চেষ্টা করব, আমার দ্বারা কোন মানুষ যেন অপমানিত না হয়। এই সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ আমার দ্বারা যেন কোনো কষ্ট না পায়। তারা যেন আমার মাধ্যমে সম্মানিত, সুখী হতে পারে। তাদের যেন আমি খেদমত করতে পারি। তাদের নিরাপত্তা প্রদান করতে পারি। সুখে-দুঃখে যেন তাদের পাশে থাকতে পারি।
উপস্থিত নেতা-কর্মী ও সাংবাদিকদের উদ্দেশে করে তিনি বলেন, যদি আপনারা পাশে থাকেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমরা বরিশালে এক সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম হব। কিন্তু আপনারা যদি পাশে না থাকেন এটা সম্ভব নয়।
এসময় সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, সরকারকে মেসেজ দিতে চাই, যেকোনো অবস্থাতেই সিটি করপোরেশন নির্বাচনে যদি আপনি (সরকার) অন্যভাবে নির্বাচনে ক্ষমতা দখল করার চেষ্টা করেন, তাহলে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই- আপনার (সরকার) ক্ষমতার হাসনাতকে কাঁপানোর জন্য এটাই হবে প্রথম সূচনা। আমি চাই জনগণের অধিকার দেবার জন্য। হিন্দু-মুসলিমকে আমি জানি না, যে মানুষ আমি তার সেবা করতে চাই। আমরা নির্বাচিত হলে- আমার ফায়দা হবে না, আপনাদেরই ফায়দা হবে। ইনশাল্লাহ রাজপথে দেখা হবে।
এদিকে চরমোনাই মাদ্রাসা প্রাঙ্গণে দলের মেয়র প্রার্থী ঘোষণাকালে বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত হন। নাম ঘোষণার পর প্রার্থীর হাতে দলীয় প্রতীক হাতপাখা তুলে দেওয়ার পর স্লোগান দিতে থাকেন নেতা-কর্মীরা।
এসজি