রাজবাড়ীতে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা, গুলিবিদ্ধ ২
রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দায় সন্ত্রাসীদের গুলিতে সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ সুমন সবুজ (২৮) নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছে।
রবিবার (২৩ এপ্রিল) রাত ১০টার দিকে বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সবুজ শেখ রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকার শামসুল আলম ওরফে কালা বাবুর ছেলে এবং বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদের ভাতিজা। গুলিবিদ্ধরা হলেন- একই এলাকার সজীব হোসেন ও মহায় মমীন।
নিহতের চাচা শেখ ফরিদ উদ্দিন জানান, উড়াকান্দা এলাকায় পদ্মা নদীর পাড়ে অবস্থিত গল্পগৃহ রিসোর্টের (ইউকে বিচ) পাশে সবুজ ও তার কয়েক বন্ধু মিলে ডিজিটাল বৈদ্যুতিক নৌকা, জাম্পিং স্লিপারসহ বিনোদনের বিভিন্ন সরঞ্জাম নিয়ে ব্যবসা শুরু করেন। রবিবার রাত ১০টার দিকে সবুজসহ তার আরও ৮ জন পার্টনার, অর্থাৎ মোট ৯ জন মিলে সবুজের ঘরের মধ্যে এসে রিসোর্টে এদিনের টাকা আয়ের হিসাব করছিলেন। ঘরের দরজা বন্ধ ছিল, তবে জানালা খোলা ছিল।
হঠাৎই সবুজের বাড়ির সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা আতঙ্ক সৃষ্টি করে। এরপর বাড়ির মধ্যে ঢুকে ঘরের জানালা দিয়ে এলোপাথাড়ি গুলি ছোড়ে। এতে সবুজের কপালে এবং ঘরের মধ্যে থাকা সজিব নামে এক যুবকের পেটে ও পায়ে গুলি লাগে। এসময় ঘরের মধ্যে থাকা অন্যরা দরজা খুলে দৌড়ে বাইরে চলে এলে দুর্বৃত্তরা চলে যায়। তাৎক্ষণিক সবুজ ও সজিবকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দু'জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই সবুজ মারা যান।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সালাহউদ্দিন জানান, বিষয়টি দুঃখজনক। এ ঘটনার সঙ্গে যারা জড়েত কেউ পার পাবে না। পুলিশ এরই মধ্যে বিভিন্নভাবে কাজ শুরু করেছে। দোষীদের আইনের আওতায় নিয়ে আসা হবে। ঘটনাস্থলসহ আশে পাশে পুলিশী টহল জোরদার ও অভিযান চলমান আছে।
এসএন