চুরির টিএসপি সারসহ ট্রাক জব্দ, আটক ২
যশোরের নওয়াপাড়ায় বিএডিসির সরকারি গুদাম থেকে পাঁচশ বস্তা টিএসপি সার চুরি করে পালাবার সময় ট্রাক বোঝাই সার জব্দ করেছে পুলিশ। সার চুরির ঘটনায় ২ জনকে আটক করা হেয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে ট্রাকভর্তি সার গেট দিয়ে বের করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সারভর্তি ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায়। জব্দকৃত ওই সার সরকারের ভর্তুকির সার বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
আটককৃতরা হচ্ছে, ঘাট সরদার দেবাচার্য্য রায় দেবা (৪৭) ও ট্রাক চালক আশিকুজ্জামান মুকুট (৪৯)। আটক দেবাচার্য্য রায় যশোরের অভয়নগর উপজেলার আন্ধা গ্রামের বাসিন্দা ও আশিকুজ্জামান মুকুট একই উপজেলার বাঘুটিয়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় অভয়নগর থানায় মামলা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার দিন নওয়াপাড়ার রাজঘাট মাইলপোস্ট নাহার ঘাটে ট্রাকে (ঢাকা মেট্রো ট-১৪-৫২৮০) করে পাঁচশ বস্তা সরকারের ভর্তুকির সার টিএসপি (মরক্কো) সার বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা ওই ঘাটের সরদার বিপুল শেখকে খবর দেন।
বিপুল শেখ পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকসহ সার জব্দ করে। এসময় ঘটনার সাথে জড়িত ঘাট সরদার দেবাচার্য্য রায় ও ট্রাক চালক আশিকুজ্জামান মুকুটকে পুলিশ আটক করে। এ ঘটনায় আকিজ গ্রুপের কর্মকর্তা ওবায়দুর রহমান অভয়নগর থানায় পাঁচ জনের নামে মামলা দায়ের করেন।
ঘাট সরদার বিপুল শেখ জানান, আকিজ গ্রুপের সার নাহার ঘাটে ড্যাম্পিং করা রয়েছে। ওই ঘাট থেকে দেবা নামে অন্য একজন সরদার ট্রাক বোঝাই করে ৫০০ বস্তা সার নিয়ে যাচ্ছিল। আমি থানায় জানালে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক বোঝাই সার জব্দ ও ২ জনকে আটক করে।
আকিজ গ্রুপের কর্মকর্তা ওবায়দুর সরকার জানান, আমাদের নাহার ঘাটে সরকারের ভুর্তুকির মরক্কো থেকে আমদানী করা টিএসপি সার ড্যাম্পিং করা আছে। ওই সার আমরা বিএডিসির গুদামে পৌছে দিয়ে থাকি। সেই ড্যাম্পিং করা সার থেকে ঘাটের সরদার দেবা ওইদিন রাতে ট্রাকে করে চুরির সময় স্থানীয়দের হাতে ধরা পড়ে।
পরে পুলিশ এসে সার বোঝাই ট্রাক জব্দ করে। এ সময় ঘটনার সাথে জড়িত ঘাট সরদার দেবা ও ট্রাক চালক মুকুটকে আটক করে পুলিশ। অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান বলেন, গুদাম থেকে সার নিয়ে পালিয়ে যাওয়ার সময় নওয়াপাড়ার নাহারঘাট থেকে ট্রাক বোঝাই সার আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। দেবা ও মুকুট নামে দুই জনকে আটক করা হয়েছে।
এএজেড