বৃষ্টির জন্য খুলনায় ইসতিসকার নামাজ আদায়
বৃষ্টির জন্য খুলনায় সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর শহিদ হাদিস পার্কে এই নামাজ অনুষ্ঠিত হয়। দুই শতাধিক মুসল্লি একসঙ্গে সমবেত হয়ে নামাজ আদায় করেন।
নামাজে ইমামতি করেন নগরীর গোয়ালখালি ক্যাডেট স্কিম মাদ্রাসার মুহতামিম অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় ওলামা মাশায়েক আইম্মা পরিষদের খুলনা মহানগর শাখার সভাপতি হযরত মাওলানা মুফতি গোলাম রহমান। এতে খুলনা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে নামাজ পড়তে আসেন মুসল্লিরা।
নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করেন মুসল্লিরা।
মুসল্লিরা বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় প্রচণ্ড গরমে মানুষসহ প্রাণীকূলের জীবন আজ ওষ্ঠাগত। মাঠঘাট শুকিয়ে গেছে। ফসলের ক্ষতি হচ্ছে। রোজদার, বৃদ্ধ-বৃদ্ধা, শিশুসহ সবাই অসুস্থ হয়ে পড়ছে। একটি দিন পার করা সবার জন্য ভীষণ কষ্ঠসাধ্য হয়ে যাচ্ছে।
তারা আরও বলেন, আমরা বান্দারা একত্রিত হয়ে আল্লাহর দরবারে হাত তুলেছি। সুরা পড়েছি, ফাতেহা পাঠ করেছি, দোয়া চেয়েছি। বৃষ্টি হলে গরম কমবে। আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেছি।
এসজি