পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলে প্রস্তুত নির্দিষ্ট লেন

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) থেকে পদ্মা সেতুতে নিয়মতান্ত্রিকভাবে মোটরসাইকেল চলাচলে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেতু সচিব মো. মনজুর হোসেন । বুধবার (১৯ এপ্রিল) বেলা ১১টার দিকে পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়াপ্রান্তের টোলপ্লাজা পরিদর্শন শেষে সাংবাদ মাধ্যমকে এ কথা জানান তিনি।
এ সময় সেতু সচিব বলেন, মোটরসাইকেলের জন্য একটি ডেডিকেটেড লেন তৈরি করে দেওয়া হয়েছে। প্রতি ১৫ সেকেন্ডে একটি ও প্রতি মিনিটে চারটি মোটরসাইকেল টোল দিতে পারবে। তবে ডেডিকেটেড লেন ছাড়াও চাপ বেশি হলে অন্য বুথে যানবাহন ফাঁকা থাকলে যাতায়াত করতে পারবে।
তিনি আরও বলেন, পদ্মা সেতুর উপর সব যানবাহনের গতি ৬০ কিলোমিটার। তাই মোটরসাইকেলের গতিও ৬০ কিলোমিটার রাখা হয়েছে। মোটরসাইকেল চলাচলের জন্য সার্ভিস লেন থাকবে। যেসব শর্ত দেওয়া হয়েছে চালকরা যেন যেসব মেনে চলেন। তাহলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না। ঈদযাত্রা নিরাপদ হবে। যারা বাড়ি ফিরবে তারা স্বাচ্ছন্দ্যে যেতে পারবেন।
এর আগে প্রধানমন্ত্রীর নির্দেশনার পর আগামীকাল থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেই সঙ্গে এ সংক্রান্ত মঙ্গলবার (১৮ এপ্রিল) জারি করা এক প্রজ্ঞাপনে ৬টি শর্ত জুড়ে দিয়ে বলা হয়েছিল, শৃঙ্খলা না মানলে মোটরসাইকেল চলাচলের এ সুযোগ বাতিল করা হবে।
শর্তের মধ্যে রয়েছে -নির্ধারিত টোল পরিশোধ করে ৬০ কিলোমিটার গতিতে সেতু পার হতে হবে; মোটরসাইকেলকে নির্ধারিত টোল বুথ ও নির্ধারিত লেন দিয়ে চলতে হবে; কোনো অবস্থাতে লেন পরিবর্তন ও ওভারটেক করা যাবে না; চালক ও আরোহীকে হেলমেটসহ প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রি ব্যবহার করতে হবে; কোনো অবস্থাতেই সেতুর উপর দাঁড়ানো বা ছবি তোলা যাবে না এবং চালকসহ সর্বোচ্চ দুই জন মোটরসাইকেলে চড়তে পারবে।
এসআইএইচ
