সাতক্ষীরায় আদালত চত্বরে বিক্ষোভ, ছাত্রদল নেতা আটক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলায় অস্ত্র ও বিস্ফোরক মামলার রায় ঘোষণার পর আদালত চত্বর থেকে সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক চন্দনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় সাতক্ষীরা আদালত চত্বরে বিক্ষোভ মিছিল ও বিশৃঙ্খলা করায় চন্দনসহ দুজনকে আটক করা হয়।
আটককৃত চন্দন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তা ছাড়া তার নামে সাতক্ষীরা সদর থানা ও কলারোয়া থানায় দুটি মামলা চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান।
ওসি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহর হামলা মামলার রায় ঘোষণার পরে কোর্ট চত্বরে বিএনপি নেতা-কর্মীরা বিশৃঙ্খলা করছিল। এসময় সাতক্ষীরা জেলা ছাত্রদলের সেক্রেটারি চন্দনকে আটক করা হয়েছে। চন্দনের নামে সাতক্ষীরা সদর থানা ও কলারোয়া থানায় পৃথক দুটি মামলা রয়েছে। আরও কয়েকজনকে আটক করা হলেও যাচাই-বাছাইয়ের পর তাদের বিরুদ্ধে কোনো মামলা না থাকায় ছেড়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, আজ মঙ্গলবার সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বাকিদের ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ্বনাথ মণ্ডল এ রায় ঘোষণা করেন।
এসজি