এবার যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৫৮ হাজার
আগামী ৩০ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। এবারের পরীক্ষায় যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে ২ হাজার ৫৫১টি স্কুলের ১ লাখ ৫৮ হাজার ১০২ জন পরীক্ষার্থী ২৯২টি কেন্দ্রে অংশ নেবেন।
পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এবারের ১ লাখ ৫৮ হাজার ১০২ পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ৩৯ হাজার ৪৩৭ জন, মানবিকে ১ লাখ ৭৬৫ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৭ হাজার ৯০০ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এ ছাড়াও অনিয়মিত ৭৮২ ও ফলাফলে উন্নয়নের ৮১ জন আবারও অংশ নেবে।
পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, সুন্দর, সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেই লক্ষ্যে প্রশাসনের উপর কড়াকড়ি করা হচ্ছে। পরীক্ষা কেন্দ্রে কাউকে অসাধুপায় অবলম্বনের কোনো প্রকার সুযোগ দেওয়া হবে না। পরীক্ষা সংশ্লিষ্ট কাজে জড়িত কোনো শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণসহ অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষা সংশ্লিষ্ট সকল দায়িত্ব থেকে অব্যবহতি দেওয়া হবে।
এসআইএইচ