আগুনের ঘটনা খতিয়ে দেখা হবে: পরিকল্পনামন্ত্রী
রাজধানীর নিউমার্কেটসংলগ্ন ঢাকা নিউ সুপার মার্কেটের আগুনের ঘটনা বিশেষভাবে খতিয়ে দেখা হবে বলে জানিয়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, এদেশে আগুন দিয়ে সন্ত্রাসের ইতিহাস আছে। এতো সংখ্যক আগুন ভীতি সৃষ্টি করছে। আজকের নিউ মার্কেটের আগুন লাগার পিছনে কিছু আছে কি না সরকার দেখবে অবশ্যই। আগুন সন্ত্রাসের কথা ভুলে যাইনি আমরা, আমাদের ইতিহাসে আগুন সন্ত্রাস আছে।
মন্ত্রী আরও বলেন, যারা যে কোন মূল্যে সরকার পাল্টাতে চায়। তারা নিয়ম কানুনের বাইরে গিয়ে, আইনের বাইরে গিয়ে সম্পূর্ণ গায়ের জোরে। তারা নাকি আমাদের থাকতে দেবে না, চলে যেতে হবে হবে বলে এমন ধমক দেন। এই ধরনের কথাবার্তা গণতন্ত্রের মূলমন্ত্র নয়। এই ধারার মধ্যে অতি উৎসাহে কেউ কিছু করছে কি না সরকারের দেখা উচিত।
শনিবার (১৫ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদ্রোগ, থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহযোগিতা কর্মসূচির আওতায় চেক হস্তান্তর অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন রোগে আক্রান্ত ৩৪৬ জন রোগীকে সরকারের দেয়া ১ কোটি ৭৩ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।
এসময় মন্ত্রী জানান, বৈশাখের ধান ঘরে উঠে গেলে আগামী মাস থেকে দ্রব্যমূল্যের দাম কমে আসবে। ইতিহাস তাই বলে। চালের দামই মূল্যস্ফীতির প্রধান কারণ। গরিব দেশে ভাতই বেশি খায় মানুষ। আশা করছি, মে মাসে সব ঠিক হয়ে যাবে।
মন্ত্রী বলেন, গ্রামের মানুষ এখন আর অবহেলিত নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নারী ও শিশুদের প্রতি বিশেষ সহমর্মিতা রয়েছে। নারী-পুরুষদের উন্নয়নের জন্য সরকার সমানভাবে প্রকল্প গ্রহণ করছেন। অতি দরিদ্রদের সংখ্যা কমানো হচ্ছে। দেশে এমন কোনো মানুষ নেই যারা না খেয়ে ঘুমায়। ৯৭ ভাগ শিশু এখন স্কুলে যায়, বিনামূল্যে সরকারি বই পায়। স্কুলের শিশুদের ইউনিফর্ম ও স্কুল ড্রেস দেয়ার পরিকল্পনাও সরকারের রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পৌর মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ সহ অন্যান্যরা।
এএজেড