ধান কাটা নিয়ে সংঘর্ষে কৃষক নিহত, আহত ২৫
ফাইল ছবি
হবিগঞ্জের লাখাই উপজেলায় ধান কাটা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল জলিল (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
শুক্রবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার মকসুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল জলিল ওই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। আর আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লাখাই থানার পরিদর্শক (তদন্ত) চম্পক ধাম জানান, মকসুদপুর গ্রামের একটি বোরো ধানের জমি নিয়ে নওয়াজ আলী ও ইউপি সদস্য সবুজ মিয়ার বিরোধ চলে আসছিল। এরই জেরে সবুজ মিয়ার লোকজন বিরোধপূর্ণ ওই জমিতে ধান কাটতে যায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন আব্দুল জলিল। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, সংঘর্ষে ফিকলবিদ্ধ হয়ে আব্দুল জলিল নিহত হয়েছেন। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এসজি