অনুদান পেল পাঁচ বৃটিশ সৈনিকের পরিবার
অবিভক্ত ভারতে বৃটিশ সরকারের অধীনে কর্মরত এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ গ্রহণকারী বাঙালি পাঁচ সৈনিকের বিধবা স্ত্রীদের হাতে অনুদানের অর্থ তুলে দিয়েছেন সশস্ত্র বাহিনী বোর্ডের কর্মকর্তারা।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দিনাজপুরে সশস্ত্র বাহিনী বোর্ডের ঈদগাহ আবাসিক কার্যালয়ে বিধবা স্ত্রীদের হাতে মোট ৮০ হাজার ৩৩৫ টাকা তুলে দেওয়া হয়।
রয়েল কমনওয়েল্থ এক্স সার্ভিসেস লীগ (আরসিইএল), বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের (বিএএসবি) সার্বিক ব্যবস্থাপনায় দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলায় বসবাসকারী মৃত বৃটিশ সৈনিকদের বিধবা স্ত্রীদের মধ্যে পাঁচ জনকে ৮০ হাজার ৩৩৫ টাকা ২০ পয়সা আর্থিক অনুদান দেন। এতে প্রত্যেকের ভাগে পড়েছে ১৬ হাজার ৬৭ টাকা ৪ পয়সা করে।
অনুদান তুলে দেন ভারপ্রাপ্ত সচিব (অব.) হারুন-উর-রশিদ। এ সময় বোর্ডের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সচিব (অব.) হারুন-উর-রশিদ জানান, বোর্ডের রেকর্ড অনুযায়ী দ্বিতীয় বিশ্বযুদ্ধে সৈনিক হিসেবে বৃটিশদের পক্ষে যুদ্ধে অংশ নেওয়া দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলার ৫২ জন বাসিন্দার নাম ছিল। ২০১৭ সালে তিনি যখন জেলার সশস্ত্র বাহিনী বোর্ডের দায়িত্ব নেন তখন ২২ জনকে অনুদান দেওয়া হত। সৈনিক এবং তাদের স্ত্রীদের মৃত্যুর ফলে বর্তমানে ওই সংখ্যা পাঁচ জনে সীমিত হয়ে এসেছে।
রয়েল কমনওয়েল্থ এক্স সার্ভিসেস লীগ (আরসিইএল) থেকে পাঠানো পাউন্ড টাকায় রূপান্তর করে (টাকার মান অনুযায়ী) বছরে চার বার (চার কোয়াটার) মৃত সৈনিকের পরিবারের হাতে অনুদান হিসেবে তুলে দেওয়া হয়।
এসইউএ/এমএসপি