ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ অটোরিকশা

হাইকোর্টের নির্দেশানুযায়ী মহাসড়কে থ্রি-হুইলার চলাচল নিষিদ্ধ থাকলেও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ রিকশা-অটোরিকশা। প্রকাশ্যে হাইওয়ে পুলিশ এবং ট্রাফিক পুলিশের সামনে দিয়ে হরহামেশায় এসব অবৈধ যান চলাচল করলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না বলে দাবি সচেতন মহলের।
নিষিদ্ধ এসব ব্যাটারিচালিত অটোরিকশার কারণে প্রতিদিনই ঘটছে নানা দুর্ঘটনা। অপরদিকে ব্যাটারিচালিত অটোরিকশার কারণে বিদ্যুতের অবৈধ ব্যবহারও বাড়ছে। বৈদ্যুতিক মোটরচালিত এসব রিকশায় ব্যাটারির চার্জ দিতে গিয়ে অবৈধ বিদ্যুতের সংযোগও বাড়ছে। যার ফলে ঘটে অগ্নিসংযোগের মতো ঘটনা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, শত শত ব্যাটারিচালিত অবৈধ রিকশা-অটোরিকশা মহাসড়কে চলাচল করছে। এ সকল রিকশা-অটোরিকশাগুলো জটলা করে মহাসড়ক দখল করে রাখছে। এর ফলে সৃষ্টি হচ্ছে যানজট। দায়িত্বরত ট্রাফিকের সামনেই এসব ৩ চাকার যান চলাচল এবং দীর্ঘ সময় যাত্রীর জন্য অপেক্ষা করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। এদিকে মহাসড়কে ৩ চাকার এসব ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশা চলাচলের কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এতে প্রাণহানিসহ আহতের ঘটনা ঘটছে হরহামেশাই।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অটোরিকশাচালক জানান, প্রতিটি অটোরিকশার জন্য এককালীন টাকা দিতে হয়। কাকে টাকা দেওয়া হচ্ছে জানতে চাইলে তারা অপারগতা প্রকাশ করেন।
এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ওসি অংকন কুমার বিশ্বাস বলেন, অটোরিকশার বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। অবৈধ অটোরিকশা আটক করে নিয়মিত মামলা দেওয়া হচ্ছে।
এসআইএইচ
