খন্দকার মুক্তাদির আটক, সন্ধায় মুক্ত
সিলেটে আটকের পরবর্তী তিনঘন্টার মধ্যে মুক্ত হলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। প্রথমে শনিবার (৮ এপ্রিল) বিকাল ৩টার দিকে মহানগরের বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, ২০১৮ সালের একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন খন্দকার মুক্তাদির। সেই মামলায় আজ বিকালে বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তিনি জামিনের কাগজপত্র উপস্থাপন করলে ছেড়ে দেওয়া হয়।
এর আগে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির শনিবার দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য বিমান যোগে সিলেট আসেন। খবর পেয়ে পুলিশ বিমানবন্দর থেকে বের হওয়ার পরই তাকে আটক করে।
জেলা বিএনপি সুত্র জানায়, ২০১৮ সালের যে মামলায় খন্দকার মুক্তাদিরকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু ওই মামলায় আদালত থেকে মুক্তাদির জামিনে ছিলেন। কিন্তু কোন কারণে আদালত থেকে 'রি-কল' না আসায় পুলিশ তাকে আটক করেছিল। পরে সন্ধ্যায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
আটকের ও পরবর্তীতে মুক্তির বিষয়টি ঢাকা প্রকাশকে নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।
এএজেড