'জনগনকে সঙ্গে নিয়ে সরকারের পতন হবে'

বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং বিএনপি ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে নওগাঁয় অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। নওগাঁ সদর উপজেলা বিএনপির আয়োজনে শনিবার (৮ এপ্রিল) বিকেলে নওগাঁ শহরের কেডির মোড় বিএনপির কার্যালয়ে সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন (বুলু)। তিনি বলেন, চৌদ্দ সালের মতো একতরফা আর আঠারো সালের মতো দিনের ভোট রাতে করে আওয়ামী লীগকে আর ক্ষমতায় যেতে দেওয়া যাবে না। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আর কোনো নির্বাচত হতে দেওয়া হবে না।
ঈদের পর শেখ হাসিনা পতনের এক দফা আন্দোলন শুরু হবে। সেই আন্দোলনে জনগনকে সঙ্গে নিয়ে রাজপথে থেকে শেখ হাসিনার পতন ঘটানো হবে। শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় আজ বিকেল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুই ঘন্টাব্যাপী এই অবস্থান কর্মসূচি পালিত হয়।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মামুনুর রহমান রিপন, সদর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সারওয়ার কামাল চঞ্চল, দেওয়ান মোস্তাক আহমেদ রাজা প্রমুখ। নওগাঁ সদর ছাড়াও জেলার অন্য ১০টি উপজেলাতেই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেলে অবস্থান কর্মসূচি পালিত হয়।
এএজেড
