বগুড়ায় বিএনপির অফিসে হামলা, অগ্নিকাণ্ড
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বিএনপির অফিসে হামলা ও আগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতকারীরা। শুক্রবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল আমাদের অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিল রয়েছে। এ জন্য আমরা থানা থেকে অনুমতি নেয়ার জন্য সব নেতা-কর্মী থানাতেই ছিলাম। ইফতারির পোলাও রান্নার জন্য অফিসে তিনজন আদা, রসুন ও পেঁয়াজ বানাচ্ছিল। এমন সময় মুখে কালো কাপড় বেধে কয়েক জন লোক অফিসে ঢুকে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় এবং চেয়ার ভাঙচুর করে। অগ্নিকাণ্ডে অফিসের চেয়ার ও ব্যানার পুড়েছে।
এ ব্যাপারে নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ পরিদর্শক তানভীর হাসান বলেন, খবর পেয়ে আমরা সেখানে গিয়েছিলাম। আমরা যাওয়ার আগে আগুন নেভানো হয়েছে। একটি চেয়ার ও একটি ব্যানার পুড়ে গেছে। সেখানে পেট্রোলের গন্ধ ছিল।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ঘটনা শুনেছি। এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
এসআইএইচ