বাবার মোটরসাইকেল থেকে পড়ে মেয়ের মৃত্যু

মেহেরপুরের গাংনীতে বাবার মোটরসাইকেল থেকে পড়ে মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে মেহেরপুর কুষ্টিয়া সড়কের জোড়পুকুরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত বেবি খাতুন (৩৫) উপজেলার রায়পুর গ্রামের রাহিম উদ্দিনের মেয়ে।
স্থানীয়রা জানান, বেবি খাতুন তার বাবার সাথে মোটরসাইকেলে চড়ে রায়পুর থেকে কাজীপুর যাচ্ছিল। এ সময় জোড়পুকুর নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলের পিছন থেকে বেবী খাতুন রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার এম কে রেজা বেবি খাতুনকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসআইএইচ
