নকল প্রসাধনী ও মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ, ভোক্তার জরিমানা
অবৈধ ও নকল প্রসাধনী বিক্রির অপরাধে এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল এই অভিযান পরিচালনা করেন।
এসময় সামিয়া কসমেটিকসকে ২০ হাজার টাকা জরিমানা এবং সেই সঙ্গে ঔষধের দোকানে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ করার অপরাধে অমিত ফার্মেসি ও মহাব্বত মেডিকেল হলকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয় ভোক্তা অধিকার।
অভিযান শেষে ঝিটকা বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় রমজান মাসে অবৈধ মজুদ রোধ, নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার ও মূল্য স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের নির্দেশনা প্রদাণ করা হয়েছে বলে জানান সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযানে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সামসুন্নবি তুলিপ, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং ৩৬ আনসার ব্যাটালিয়ন সদস্যরা সহযোগীতা করেন।
এএজেড