দ্রব্যমূল্য বেশি রাখলে কঠোরভাবে দমন করা হবে: মেয়র টিটু
ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেন, কেউ ক্রেতাদের ভোগান্তির কারণ ঘটালে এবং কারসাজি করে দ্রব্যমূল্য বেশি রাখলে কঠোরভাবে তা দমন করা হবে।
চলমান রমজান ও আসন্ন ঈদে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে বুধবার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের নিয়ে ময়মনসিংহের নতুন বাজারে দ্রব্যমূল্য মনিটরিংয়ে যান মেয়র। মনিটরিং শেষে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন,বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল দেখা গেছে। কিছু জায়গায় অতিরিক্ত মূল্য দেখা গেছে। তাদের সতর্ক করা হয়েছে। আমরা বাজারের দিকে নিয়মিত দৃষ্টি রাখছি।
এ সময় মেয়র নতুন বাজারের দোকানসমূহের পণ্যসমূহ বিশেষ করে চাল, ডাল, রসুন, পেঁয়াজ, ছোলা, চিনি, ডিম, তেল, সবজি, মুরগী ইত্যাদির মূল্য অতিরিক্ত রাখা হচ্ছে কি-না এবং দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে কি-না তা যাচাই করেন। এ ছাড়াও ক্রেতাদের সাথে কথা বলে তাদের মতামত জানেন মেয়র।
মনিটরিংকালে উপস্থিত ছিলেন মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম, মসিক সচিব মো. আরিফুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা, সহকারী কমিশনার মো. এরফানুর রহমান, ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সিনিয়রসহ সভাপতি শংকর সাহা প্রমুখ।
এসআইএইচ