৩ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
নেত্রকোনার বারহাট্টায় বাসি, পচা ও নিম্নমানের পণ্য বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ৩ ব্যবসায়ীকে অর্থদণ্ড করা হয়েছে। আজ সোমবার পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি নিয়ন্ত্রণ ও ভেজালমুক্ত পন্য বিক্রয় নিয়ন্ত্রণের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত চলাকালে বারহাট্টা বাজারে মনসব আলী মিষ্টি ব্যবসায়ীকে বাসি ও পচা মিষ্টি রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা মতে ২ হাজার টাকা, মুদি ব্যবসায়ী আরাধন পন্ডিতকে মুল্য তালিকা না থাকার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ ধারা মতে ২ হাজার টাকা, মুদি ব্যবসায়ী বাদশা সরকারকে মুল্য তালিকা না থাকার দায়ে দণ্ড বিধি- ১৮৬০ এর ২৭৩ ধারা মতে ২ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন, বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুল হক, স্যানিটারী ইন্সপেক্টর আব্দুস সালাম, বারহাট্টা প্রেসক্লাসের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ বাবুল প্রমুখ।
এ ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলাম জানান, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি নিয়ন্ত্রণ ও ভেজালমুক্ত পন্য নিয়ন্ত্রণের লক্ষ্যে পুরো রমজান মাস এ অভিযান অব্যাহত থাকবে।
এএজেড