টঙ্গীতে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

গাজীপুর মহানগরের টঙ্গী থেকে ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)। রবিবার (২ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন সেনা কল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁদপুরের মৃত আব্দুর রাজ্জাকের শামীম (২৩), গাজীপুরের দুলাল মিয়ার ছেলে সালমন মিয়া (২২), রংপুরের কৃঞ্চ রায়ের ছেলে রবি রায় (২০) এবং ঢাকার মৃত আব্দুল হালিমের ছেলে নুরনবী ওরফে বাবু (৪২)।
র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) নোমান আহমদ বলেন, গোপন সংবাদে জানতে পারি ছিনতাইকারী চক্রের কয়েকজন সদস্য ছিনতাইয়ের উদ্দেশে ঢাকা-গাজীপুর মহাসড়কের টঙ্গীর সেনা কল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে অবস্থান করছে। এমন সংবাদে র্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের দলনেতা শামীমসহ ৪ জনকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার, একটি চাকু ও দুইটি স্পেয়ার ব্লেড উদ্ধার করা হয়। তাদেরকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, ৪ ছিনতাইকারীকে রবিবার দুপুরে র্যাব থানায় হস্তান্তর করেছে। সোমবার (৩ এপ্রিল) তাদেরকে আদালতে পাঠানো হবে।
এসজি
