শামসুজ্জামানের মুক্তির দাবিতে মহাসড়ক অবরোধ

ঢাকার সাভারে সংবাদ প্রকাশের জের ধরে গ্রেপ্তার হওয়া প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান সামসের নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা বহুল বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনকে বাতিলেরও দাবি জানান।
শুক্রবার (৩১ মার্চ) দুপুর পৌনে ৩টা থেকে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা মহাসড়কে বসে সাংবাদিক শামসুজ্জামানের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এ সময় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে সাংবাদিক শামসুজ্জামানের মুক্তির দাবিতে মুক্তি মুক্তি চাই, শামস ভাইয়ের মুক্তি চাই, জেলের তালা ভাঙব, শামস ভাইকে আনব-এমন সব স্লোগান দিতে থাকেন। এ ছাড়াও তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূলের দাম কমিয়ে দেওয়াসহ বহুল বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার জন্য স্লোগান দিতে থাকেন।
সড়ক অবরোধের কারণে রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এ সময় ডেইরি ফার্মের ভিতরে কিছু সদস্যদের দেখা যায়।
উল্লেখ্য, গত ২৬ মার্চ প্রথম আলো পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনের জেরে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশের আমবাগান এলাকায় শামসুজ্জামানের বাসা থেকে সিআইডি পরিচয়ে একদল ব্যক্তি তাকে তুলে নিয়ে যায়।
এ সময় তারা শামসুজ্জামানের বাসা থেকে তল্লাশি করে তার ব্যবহৃত একটি ল্যাপটপ, দুটি মুঠোফোন ও একটি পোর্টেবল হার্ডডিস্ক নিয়ে যায়। পরে আজ দুপুরে রমনা থানার এক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। পরে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এসআইএইচ
