শালিকার আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ায় দুলাভাই গ্রেপ্তার

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় শালিকার পর্নোগ্রাফি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুলাভাই পলাশ রংদারকে (২৪) গ্রেপ্তার করেছে র্যাব ৪। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে এক প্রেস রিলিজের মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জের র্যাব-৪ মানিকগঞ্জ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. আরিফ হোসেন।
প্রেস নোটে জানানো হয়, ৮ বছর আগে ভিকটিমের (১৭) বড় বোনের সঙ্গে একই উপজেলার পলাশ রংদানের হিন্দু ধর্মের বিধান অনুয়ায়ী বিয়ে হয়। এরপর থেকে ভিকটিমকে তার দুলাভাই বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এই কুপ্রস্তাবে ভিকটিম রাজি হয় না। সে কারণে গত ২৮ ফেব্রুয়ারি মোবাইল ফোনের মাধ্যমে ভিকটিমের কুরুচিপূর্ণ ছবি ও ভিডিও বানিয়ে তাকে কুপ্রস্তাবে রাজি করতে চায় তার দুলাভাই। তাতেও ভিকটিম রাজি হয় না। পরে সেসব ছবি ও ভিডিও ভিকটিমের আত্মীয়-স্বজনের ইমু নম্বরসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় তার দুলাভাই। এ ঘটনায় ভিকটিম হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে গতকাল (২৯ মার্চ) সকালে এই বিষয়ে মানিকগঞ্জের সিপিসি-৩, র্যাব-৪ অফিসে এসে ভিকটিমের বাবা অভিযোগ দায়ের করলে বিকালেই র্যাব অভিযুক্ত আসামি পলাশকে দৌলতপুর উপজেলা থেকে আটক করে।
মানিকগঞ্জের র্যাব-৪, সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার লে. আরিফ হোসেন বলেন, এই বিষয়ে দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এসআইএইচ
