জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকে অব্যাহতি
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপনকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই অভিযোগে শাখার সভাপতি ডা. আবদুল মান্নান খানকে শোকজ করা হয়েছে। কারণ দর্শানো নোটিশও দিয়েছে জেলা আওয়ামী লীগ।
বুধবার (২৯ মার্চ) রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
জানা গেছে, গত ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা স্বপন। এ সময় তিনি বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাককে বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রতিযোগী আখ্যা দেন, যা দলীয় শৃঙ্খলা ও আদর্শের পরিপন্থী। দলের সভাপতি ডা. আবদুল মান্নানের উপস্থিতিতে এ বক্তৃতা হওয়ায় তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সভাপতির বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তার জবাব দেওয়ার জন্য ৭ কর্মদিবস বেঁধে দিয়েছে জেলা আওয়ামী লীগ।
মোশতাককে নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ার পর থেকে কয়েক দিন ধরে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বপনকে বহিষ্কার এবং সভাপতি আবদুল মান্নানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবিতে আন্দোলন করছেন তৃণমূলের নেতা-কর্মীরা। পালন করা হচ্ছিল বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন, সড়ক অবরোধসহ নানা কর্মসূচি।
এসআইএইচ