শ্রীপুরে বিসমিল্লাহ গ্রুপের কারখানার আগুন নিয়ন্ত্রণে

শ্রীপুরে শাহরিয়াস কম্পোজিট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টায় শ্রীপুর পৌরসভার বহেরারচালা এলাকায় এ ঘটনা ঘটে। পরে আড়াই ঘণ্টার চেস্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়।
এ ব্যাপারে মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হসেন রায়হান জানান, বিসমিল্লাহ গ্রুপের শাহরিয়াস কম্পোজিট কারখানায় আগুন লাগার খবর পাই। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
স্টেশন অফিসার আরও জানান, আগুন লাগা ভবনে মেশিন ও ওয়েষ্টেজ (তুলা) রয়েছে। আগুন মুহূর্তের মধ্য পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ওই ভবনে কোনো শ্রমিক ছিল না। তাৎক্ষনিক আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।
এ বিষয়ে কারখানার সহকারী মহা-ব্যবস্থাপক (এজিএম) শফিকুল ইসলাম জানান, আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দিলেও তারা প্রায় পৌনে এক ঘণ্টা পর কারখানায় পৌঁছে। ততক্ষণে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে।
তবে কারখানা কর্মকর্তার অভিযোগের বিষয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান বলেন, আমাদেরকে জানানোর সাথে সাথে আমরা ফোর্স নিয়ে বেরিয়ে পড়েছি। তবে কারখানায় হাইডেন এবং পানি সরবরাহের পর্যাপ্ত ব্যবস্থা নাই। রাস্তা সরু হওয়ার পরও আমরা খুব দ্রুত ঘটনাস্থলে চলে আসি।
এসআইএইচ
