মূল্য তালিকা না থাকায় তিন দোকানিকে জরিমানা

ময়মনসিংহ নগরীর নতুন বাজারে মূল্য তালিকা না থাকায় তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করা হয়েছে। সোমবার (২৭ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. এরফানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম এ অভিযান চালায়। এসময় ব্যবসায়ীদের নানা বিষয়ে সচেতন করা হয়।
মূল্য তালিকা সঠিক ভাবে প্রদর্শন, ক্রেতাদের কাছ থেকে জিনিসপত্রের অতিরিক্ত দাম না রাখতে নির্দেশ দেওয়া হয়। মূল্য তালিকা না থাকায় দুটি ফলের দোকানে ও একটি মনিহারি দোকানে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. এরফানুর রহমান বলেন, জনদুর্ভোগ কমাতে এবং সঠিক মূল্যে পণ্য বিক্রি করতে বিক্রেতাদের সতর্ক করা হয়েছে।
তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহৃত থাকবে। কেউ নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এএজেড
