শ্রেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তার সম্মাননা পেলেন ডা. আব্দুস সোবহান

মাতৃসেবায় বিশেষ অবদান রাখায় টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তার সম্মাননা স্মারক পেয়েছেন ডা. মোহাম্মদ আব্দুস সোবহান। তিনি ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা। সোমবার (২৭ মার্চ) বিকালে ডা. আব্দুস সোবহান এ বিষয়টি জানিয়েছেন।
এর আগে গত ২৩ মার্চ বাসাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সোবহান বলেন, ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাতৃসেবার কার্যক্রম দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
বিগত ৩ মাসে জেলার মধ্যে আমাদের এ হাসপাতালটি মাতৃসেবায় ভাল করেছে এবং নিয়িমত সেবা প্রদান করছি।
পাশাপাশি হাসপাতালে ২৪ ঘণ্টা এক্স-রে, ডেলিভারি (সিজার) করা হয়। এ লক্ষ্যে সেবার মান বৃদ্ধি করা হয়েছে। স্বাস্থ্যসহ সব ধরনের সেবার মান অব্যাহত রাখব।
এএজেড
