টিকা দিতে আসা ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় ৫ শিক্ষার্থীকে মারধর
টাঙ্গাইলের ভূঞাপুরে করোনা ভাইরাসের টিকা নিতে আসা ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় বহিরাগতদের হামলায় ৫ শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনায় উপজেলা পরিষদ চত্বরে উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বুধবার (১৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে টিকা নিতে আসা ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করলে বোরহান ও শাকিব নামে দুই বহিরাগতসহ কয়েকজন হামলা চালায়।
জানা গেছে, সারা দেশের ন্যায় ভূঞাপুরেও শিক্ষার্থীদের করোনার টিকা দেয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার উপজেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপজেলা পরিষদ হলরুমে টিকা দেয়া হয়।
এর আগে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা লাইনে দাঁড়ালে ক্যান্টনমেন্টের ছাত্রীদের উত্ত্যক্ত করেন আনারখাঁ পাড়ার মর্তুজ আলীর ছেলে বোরহান (১৯) ও ছাব্বিশা গ্রামের মৃত ওমর আলীর ছেলে শাকিব (১৮)। এসময় অন্য শিক্ষার্থীরা প্রতিবাদ করে।
পরে ওই দুই বহিরাগত ফোনে অন্য বহিরাগতদের ডেকে এনে প্রতিবাদকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। হামলায় বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ৫ শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় পরিষদ চত্বরে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল বলেন, ‘মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। হামলাকারী শাকিবের বিরুদ্ধে আগেও বিভিন্ন অপরাধের অভিযোগ ছিল।’
ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনির সিদ্দিকী সাংবাদিকের বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান সাংবাদিকদের বলেন, ‘টিকা নিতে লাইনে দাঁড়ানো নিয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছিল। পরে সংশ্লিষ্টদের মাধ্যমে বিষয়টির সমাধান হয়েছে।’
এফএস/এমএসপি