বিএল কলেজের সব হল ঝুঁকিপূর্ণ
সময়ের সঙ্গে সঙ্গে খুলনার সরকারি ব্রজলাল (বিএল) কলেলের অবকাঠামোগত অনেক পরিবর্তন হয়েছে। তবে তার ছোঁয়া লাগেনি কলেজটির হলগুলোতে। দূর-দূরান্তের হাজারো শিক্ষার্থী ক্যাম্পাসের হলে ঝুঁকি নিয়ে বসবাস করছেন। এরমধ্যে কোনোটির পলেস্তারা খসে পড়ছে, কোনোটির ছাদ চুঁইয়ে পানি নামছে আবার কোনটির দরজা-জানালার হদিস নেই। ফলে এক প্রকার জীবনকে হাতের মুঠোয় নিয়েই ভবিষ্যতের স্বপ্ন বুনেছে শিক্ষার্থীরা।
কলেজের হলগুলো ঘুরে ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কলেজ ক্যাম্পাসের ৫টি হলই বেহাল। জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবন। ভবনের ছাদের পলেস্তারা খসে খসে পড়ছে। এরমধ্যে বেশি বেহাল শহীদ তিতুমীর ও ড. জোহা হলের। হল দুটির অনেক কক্ষের জানালা ও দরজার পাল্লা নেই। ঘুন পোকায় খেয়ে নষ্ট করে ফেলেছে। বাইরে থেকে দেখলে মনে হবে কোনো পরিত্যক্ত ভবন। হাজী মহসিন হলেরও একই অবস্থা। এ হলের বাইরের জানালার অধিকাংশ কাচগুলো ভেঙে গেছে। হলের ছাত্রদের অভিযোগ জীবনের ঝুঁকি ও আতঙ্ক নিয়ে তারা হলে অবস্থান করছেন।
শহীদ তিতুমীর হল
বাইরে থেকে দেখতে পরিত্যক্ত মনে হওয়া হলটিতে আসন সংখ্যা ১৪০। দ্বিতল ভবন এ হলটির ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে খসে পড়ছে। জরাজীর্ণ ভবন। ভবনের জানালা-দরজাগুলো অধিকাংশ নষ্ট হয়ে গেছে। অনেকগুলো কক্ষের জানালা ও দরজার কোনো কপাট নেই। ভেতরে স্যাঁতস্যাঁতে পরিবেশ। ১২টি টয়লেটের ৬টি অকেজো। ১৯৮১ সালে ছাত্রাবাসটি নির্মিত হয়। নির্মাণের পর বেশ কয়েকবার হলটি সংস্কার করা হলেও এখন আর বসবাস উপযোগী বলা যাচ্ছে না।
নাম প্রকাশ না করার শর্তে শিক্ষার্থীরা বলেন, ভবনটি জরাজীর্ণ হয়ে পরিত্যক্ত অবস্থায় রূপ নিয়েছে। ভবনের ছাদের টেম্পার অকেজো হয়ে গেছে। বর্ষা মৌসুমে বেশ কয়েকটি রুমে ছাদ দিয়ে পানি পড়ে। ভবনটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে। জীবনের চরম ঝুঁকি ও আতঙ্ক নিয়ে আমরা ভবনটিতে অবস্থান করছেন।
ড.জোহা হল
১৯৯১ সালে হলটি নির্মিত হয়। দ্বিতল ভবনবিশিষ্ট এ হলে আসন সংখ্যা ৬০। তিতুমীর হলের মতো এ হলটিরও একই অবস্থা। ভবনের ছাদের পলেস্তারা খসে খসে পড়ছে। ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। পরিত্যক্ত ভবনের মতো দেখতে ভেতরে আবাসিক হলের কোনো পরিবেশ নেই। সুনশান নিরবতা।
নাম প্রকাশে অনিচ্ছুক হলে অবস্থানকারী কয়েকজন ছাত্র জানান, বর্ষা মৌসুমে কয়েকটি কক্ষে ছাদ দিয়ে পানি পড়ে। কক্ষের জানালা-দরজাগুলো ঠিক নেই। ঘুন পোকায় খেয়েছে। জীবনের ঝুঁকি ও আতঙ্ক নিয়ে তাদের হলে অবস্থান করতে হচ্ছে। অতি দ্রুত ছাত্রাবাসটি মেরামত করা দরকার। এর আগে কয়েকবার সংস্কার করা হয়েছে। কিন্তু ঠিকাদার যথাযথভাবে কাজ করেনি।
হাজী মহসিন হল
এই হলের অবস্থাও খুব শোচনীয়। ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। ছাদ ও ওয়ালের পলেস্তারা খসে পড়ছে। ১৯৯৩ সালে হলটি নির্মিত। আসন সংখ্যা ৯৬। শিক্ষার্থীরা জানান, ভবনের টেম্পার নষ্ট হয়ে গেছে। জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে আতঙ্ক এবং জীবনের ঝুঁকি নিয়ে বাস করছি।
কাজী নজরুল ইসলাম হল
১৯৬৩ সালে হলটি নির্মিত হয়। হলে ঢুকতে বাম দিকে দোচালা টিনের ছাউনি। কক্ষগুলোতে ৩০ জন এবং বাম দিকে দোচালা টালির ছাউনির কক্ষগুলোতে ৩০ ছাত্র বাস করেন। হলটি নির্মাণের পর কেটে গেছে ৫৯ বছর। কিন্তু হলটি সেই একই আঙ্গিকে রয়ে গেছে। টিনের গরম সহ্য করে প্রতি কক্ষে ৪ জন করে ৬০ জন ছাত্র হলটিতে বাস করছে।
সুবোধ চন্দ্র হল
কলেজের খুবই পুরাতন হলটি ভৈরব নদের তীরে অবস্থিত। এ হলটিও টিনের দোচালা। ২টি ব্লকে আসন সংখ্যা ৭৫। রুমগুলো জরাজীর্ণ হয়ে পড়েছে। শিক্ষার্থীরা জানান, গত ৪ বছরের মধ্যে একবার হলটি সংস্কার করা হয়েছে।
কলেজে ৩টি ছাত্রীদের হল রয়েছে। ছাত্রদের হলের তুলনায় ছাত্রীদের হলের অবস্থা কিছুটা উন্নত হলেও পর্যাপ্ত নয়। ৩টি ছাত্রী নিবাসে আসন সংখ্যা মাত্র ২৮৮।
সব হলের ছাত্রদের দাবি পুরাতন, জরাজীর্ণ, ঝুঁকিপূর্ণ ছাত্রাবসগুলো ভেঙে নতুন করে এগুলো নির্মাণ করা হোক।
ছাত্রাবাসগুলোর দৈন্যদশা সম্পর্কে জানতে চাওয়া হলে কলেজের অধ্যক্ষ অধ্যাপক শরীফ আতিকুজ্জামান বলেন, নতুন হল নির্মাণ, হলগুলোর উন্নয়ন বা সংস্কারের জন্য কলেজের নিজস্ব কোনো ফান্ড নেই। সরকার হলগুলোর উন্নয়ন এবং সংস্কারের জন্য প্রচুর অর্থ বরাদ্দ দিয়ে থাকে। কিন্তু সেটা প্রয়োজনের তুলনায় কিছুটা অপ্রতুল। কলেজের অবকাঠামোগত উন্নয়নের জন্য সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দিচ্ছে। অধ্যক্ষ হিসেবে যোগদানের পর আমার কলেজের জন্য ৮ কোটি টাকা বরাদ্দ পেয়েছি। ছাত্রী নিবাসগুলোর উন্নয়ন কাজ চলছে। বরাদ্দ দেওয়া অর্থের সঠিক কাজ ঠিকাদারদের কাছ থেকে বুঝে নিতে পারলে কাজগুলো উপকারে আসে। আমি অধ্যক্ষ হিসেবে যোগদানের পর থেকে ঠিকাদারদের কাজ থেকে কাজ বুঝে নেওয়ার বিষয়টির উপর গুরুত্ব দিয়েছি।
এসএন