বরিশালে মিডিয়াকর্মীদের ওপর হামলা: ওসির অপসারণ দাবি
বরিশালে মিডিয়াকর্মীদের ওপর হামলার ঘটনায় সুনির্দিষ্ট প্রমাণ থাকার পরও হামলাকারীদের গ্রেপ্তার না করায় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিমের অপসারণ চেয়েছেন স্থানীয় সাংবাদিকরা।
বুধবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক মানববন্ধনে হামলার প্রতিবাদ ও দোষিদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানানো হয়।
সংগঠনের সভাপতি ফিরদৌস সোহাগের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক মানবেন্দ্র বট ব্যাল, মুরাদ আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সহ-সভাপতি কাজী আল-মামুন, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুর রহমান মিরণ, মাছরাঙা টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান গিয়াস উদ্দিন সুমন, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোরের বরিশাল ব্যুরো প্রধান রাহাত খান, চ্যানেল টুয়েন্টিফোরের বরিশাল ব্যুরো প্রধান কাওছার হোসেন রানা, সময় সংবাদের বরিশাল ব্যুরো প্রধান অপুর্ব অপু, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এম জহির, যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান কাওছার হোসেন, দিপ্ত টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান মর্তুজা জুয়েল, মাই টিভির বরিশাল ব্যুরো প্রধান পারভেজ রাসেল, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গবিন্দ সাহা, বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আরিফুর রহমান, এয়ারপোর্ট থানা প্রেসক্লারের সাধারণ সম্পাদক রেদওয়ান রানা, বরিশাল ফটো সাংবাদিক পরিষদের সভাপতি কামরুজ্জমান জুয়েল রানা, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান।
এ ছাড়া মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন বরিশাল টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট আসোসিয়েশন (বিটিসিএ), বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিক অ্যাসোসিয়েশন এবং বরিশাল ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।
হামলার ঘটনার সুনির্দিষ্ট প্রমাণ থাকার পরও আসামিদের গ্রেপ্তার না করায় বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আজিমুল করিমকে অপসরণের দাবি জানান সাংবাদিক নেতারা।
মানববন্ধনে গত ৯ জানুয়ারি বরিশাল নদীবন্দরে সুরভি-৯ লঞ্চের যাত্রীদের ওপর হামলার ছবি তুলতে গেলে চ্যানেল টুয়েন্টিফোরের ক্যামেরাপার্সন রুহুল আমিন ও ইন্ডিপেন্ডেট টেলিভিশনের ক্যামেরাপার্সন মৃদুল ইসলাম মোহনের ওপর হামলার ঘটনায় লঞ্চের ম্যানেজার মিজানসহ সব হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
এস/এমএসপি