ছেলেকে ধরিয়ে দিতে বাবার লাখ টাকার পুরস্কার ঘোষণা!
দিনাজপুরের খানসামা উপজেলায় ছেলেকে ধরিয়ে দিতে পারলে লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন বাবা। ব্যবসায়ী বাবা তার ছেলেকে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ছেলে তার ব্যবসা দেখাশোনা করতেন। তার দুর্বলতার সুযোগ নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে এবং এলাকার কিছু মানুষের কাছ থেকে প্রায় ৪০-৫০ লাখ টাকা নিয়ে পালিয়েছেন। কেউ তাকে ধরিয়ে দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
গত মঙ্গলবার (২১ মার্চ) সকালে আব্দুল মোমেন শাহ নামের ওই ব্যক্তি তার ফেসবুক অ্যাকাউন্টে থানায় করা জিডি, ছেলের জাতীয় পরিচয়পত্রের ছবিসহ এই স্ট্যাটাস দেন। তার বাড়ি উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নে শাহাপাড়ায়। তার আগে গত ৮ মার্চ ছেলে নিখোঁজ জানিয়ে নীলফামারীর সৈয়দপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
ব্যবসায়ী আব্দুল মোমেন শাহ বলেন, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার ছেলে নাহিদ হাসান আশা দুই বছর আগে আমার এক কোটি টাকা নামিয়ে দিয়েছে। পরে আমি আবার জমি বিক্রি করে ব্যবসাপ্রতিষ্ঠান চালু করি। তাকে মাদক নিরাময় কেন্দ্রেও রেখেছি। কেন্দ্র থেকে বেরিয়ে আসার পর সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত।
ভেবেছিলাম সে ভালো হয়ে গেছে। আমার ব্যবসা দেখত, সে আবার ধোঁকা দিয়ে গত ৭ মার্চ প্রায় ৫০ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। শুনেছি সে নাকি চট্টগ্রামে আছে।
সৈয়দপুর থানার এসআই মো. আবু তারেক দিপু বলেন, তিনি আমাদের থানায় সাধারণ ডায়েরি করেছেন। খোঁজাখুঁজি অব্যাহত আছে।
এএজেড