রাজবাড়ী সদর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা
মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পুনর্বাসন কার্যক্রমের আওতায় রাজবাড়ী সদর উপজেলার ৩৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ সরকারি ঘর হস্তান্তর এবং ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে।
বুধবার (২২ মার্চ) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে উপকারভোগীদের মাঝে ৩৯হাজার ৩৬৫টি ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ৭টি জেলা ও ১৫৯টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করেন তিনি। তার মধ্যে রাজবাড়ী সদর উপজেলাও রয়েছে।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর রাজবাড়ী সদর উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ সরকারি ঘর হস্তান্তর করা হয়।
রাজবাড়ী সদর উপজেলার ঘর হস্তান্তর অনুষ্ঠানটি সদর উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রূপা রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন, শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ভূঁইয়া, মিজানপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ ইউনুচ আলী মুন্সি, মিজানপুর ইউনিয়নের উপকারভোগী মিনু বেগম, মূলঘর ইউনিয়নের উপকারভোগী হারুন ব্যাপারী প্রমুখ।
এসআইএইচ