হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে পণ্য আমদানি
পবিত্র রমজান মাসকে ঘিরে দেশের বাজারে বাড়তি চাহীদাকে ঘিরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বেড়েছে ছোলা, ডাল ও মসলাসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি।
রমজানকে ঘিরে প্রতিবছর ছোলা মসুর ও খেসারির ডাল চাহিদা বেড়ে যায় এ সময় যেন পণ্যের দাম না বাড়ে এজন্য স্থলবন্দর দিয়ে ডাল ও মসলা জাতীয় পণ্য আমদানি হচ্ছে। ইতিমধ্যে ভারত থেকে পণ্য আমদানি হতে শুরু করেছে এতে প্রতিনিয়ত বেড়ে চলেছে এসবের সরবরাহ।
পাইকারি বাজার গুলোতে কমতে শুরু করেছে দাম। এদিকে হিলি বাজারে প্রতি কেজি থাইল্যান্ডের ছোলা ৯০ টাকা ও অস্ট্রেলিয়া ছোলা ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। আর ভারতীয় ছোলার দাম একটু কমে ৭৮ টাকায় বিক্রি হচ্ছে।
স্থলবন্দর সূত্রে জানা যায়, বন্দরে ফেব্রুয়ারি মাসে ছোলা, খেসারী, মসুর, ডাল, রসুনসহ বিশ হাজার টন ভোগ্যপণ্য আমদানি হয়েছে। এর মধ্যে ছোলা সাত হাজার তিনশত টন।
হিলি স্থলবন্দরের আমদানিকারক শাহিনুর রেজা শাহীন বলেন, এই রমজানকে কেন্দ্র করে যে পণ্যগুলো ছোলার ডাল মসুর ডাল অন্যান্য ডাল পেঁয়াজ রসুন মসলা জাতীয় যেগুলো প্রয়োজন হয়। এগুলোর এলসি আমরা অনেক খুলেছি একই সঙ্গে রপ্তানি কারকদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি।
হিলি স্থলবন্দরের আমদানিকারক হারুনুর রশিদ বলেন, যে পণ্যগুলো রোজা কেন্দ্রিক দ্রব্য আছে সেগুলোর দামের উপর বড় ধরনের দাম বাড়ানোর সুযোগ দেওয়া হয়নি।
হিলি স্থলবন্দরে আমদানিকারক সেরেগুল বলেন, বড় এলসি গুলো অস্ট্রেলিয়া কানাডা কিংবা ইউক্রেন থেকে যে পণ্যগুলো আমাদের আসতো এখানে ডলারের সংকটের কারণে বড় এলসি গুলো না দেওয়ার কারণে সে আমদানিকারকরা ভারত থেকে ছোট ছোট এলসি করে এই পণ্যগুলো রমজান উপলক্ষে আমদানি করছে। পার্শ্ববর্তী দেশ ভারতে আবাদ ভালো হওয়ার কারণে রপ্তানি বেড়ছে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে। রোজাকে সামনে রেখে আমদানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। রোজার সংশ্লিষ্ট দ্রব্য মসুর ডাল, খেসারীর ডাল, ছোলার ডাল, কিচমিচ, ইসুবগুলের ভুষিসহ বিভিন্ন মসলা পণ্য আমদানি হচ্ছে। এসব পণ্য দ্রুততার সঙ্গে যেন আমদানিকারকরা বাজারজাত করে এজন্য ব্যবস্থা নিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
এএজেড