কিশোরগঞ্জে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১১২ জন
কিশোরগঞ্জে আবেদনের ১২০ টাকায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ১১২ জন চাকরি পেয়েছেন। এর মধ্যে ৯৫ জন পুরুষ ও ১৭ জন নারী সদস্য রয়েছেন।
সোমবার (২০ মার্চ) দুপুরে জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ। এসময় নবীনদের বরণ করার পাশাপাশি তাদের হাতে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই তুলে দেওয়া হয়।
ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোস্তাক সরকার, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সোহান সরকার, কেরানীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রইম অ্যান্ড অবস) আল আমিন হোসাইন প্রমুখ।
পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, নবীনদের মধ্যে বই দেওয়ার মূল লক্ষ্য হচ্ছে তারা যেন মুক্তিযুদ্ধের চেতনায় ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী, বিপ্লবী জীবন সম্পর্কে জানার জন্য তাদেরকে বই উপহার দেওয়া হয়েছে এবং আইন সম্পর্কে জানতে বইয়ের সঙ্গে পুলিশ হ্যান্ডবুকও দেওয়া হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্তরা মেধা মননে সাধারণ জনগণকে সর্বোচ্চ সেবা দিয়ে যাবে আমি সেই প্রত্যাশা করছি।
প্রসঙ্গত, ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে ৩ হাজার ৮৫৬ জন পরীক্ষার্থীদের মাঝে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয় ৭১২ জন। এর মধ্যে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে ৭০৮ জনকে প্রবেশপত্র দেওয়া হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২২৪ জনের মৌখিক পরীক্ষার পর চূড়ান্তভাবে ১১২ জনকে বাছাই করা হয়। চলতি বছর ৪, ৫ ও ৬ মার্চ প্রাথমিকভাবে নির্বাচিত করার পর লিখিত পরীক্ষা হয় ১২ মার্চ এবং চূড়ান্ত ফলাফল প্রকাশ হয় ২০ মার্চ। জানা গেছে, বাছাইকৃতদের আরও একটি চূড়ান্ত শারীরিক মেডিকেল পরীক্ষা দিতে হবে।
কোনোরকম ঘুষ, তদবির ছাড়াই চাকরি পেয়ে উচ্ছ্বসিত কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্তরা।
এসজি