নাটোরে ৪ লাখ শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো কার্যক্রম শুরু
নাটোর জেলার ৪ লাখ শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো শুরু হয়েছে। জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ওই শিশুদেরকে চলতি সপ্তাহজুড়ে এই ট্যাবলেট খাওয়ানো হবে।
রবিবার (১৯ মার্চ) সকাল ১০টায় শহরের ফুলবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রওনক জাহান।
এই সময় এক আলোচনায় ম্যাজিস্ট্রেট বলেন, কৃমিনাশক ট্যাবলেট সেবনের মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিকাশ ঘটবে। অপুষ্টির হাত থেকে রক্ষা পাবে। শিক্ষার্থীদের পাঠে মনোযোগ বৃদ্ধি পাবে। গড়ে উঠবে মেধাবী জাতি।
নাটোরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার, জেলা শিক্ষা অফিসার মো. আখতার হোসেন এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী।
এসআইএইচ