সবজির বাজারে আগুন, সজিনার কেজি ১৮০ টাকা!
আসন্ন রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম হু-হু করে দিন দিন বেড়েই চলছে। বিশেষ করে কাঁচা সবজি বাজারে লাগামহীন দাম বৃদ্ধি। বাজারে সবধরণের কাঁচা সবজির দাম বৃদ্ধি যেন পাল্লা দিয়ে বাড়ছে। এউ কাঁচা সবজির দাম বৃদ্ধির ছোবলের হাত থেকে রক্ষা পায়নি বাজারে নতুন ওঠা সজিনা। যা বর্তমানে প্রতি কেজি প্রতি ১৭০-১৮০ টাকা দরে বিক্রি করছেন সবজি ব্যবসায়ীরা। এতে দিশেহারা ক্রেতা।
বুধবার (১৪ মার্চ) দুপুরে টাঙ্গাইল পৌর শহরের পুরাতন ও নতুন বাসস্ট্যান্ড এলাকা, পার্ক বাজার, কালিহাতী উপজেলার এলেঙ্গা কাঁচা বাজার, বঙ্গবন্ধু সেতু পূর্ব (যমুনা সেতু-পাথাইলকান্দি) বাজার, গোপালপুরের নলিন কাঁচা বাজার ও সন্ধ্যায় ভূঞাপুর নতুন কাঁচা বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব পাথাইলকান্দি কাঁচা বাজার আসা করতে সজিনা ক্রেতা শিক্ষক হাসান মাহমুদ জানান, বেশ কয়েকদিন ধরেই দেখছি বাজারে আগাম সজিনা উঠেছে। গত বছর প্রথম অবস্থায় ৫০-৬০ টাকা কেজি দরে কিনলেও এ বছর নতুন অবস্থায় সেই সজিনা ১৭০-১৮০ টাকা দরে কিনতে হচ্ছে। যা প্রায় দুই থেকে তিনগুণ দাম বেড়েছে।
ভূঞাপুরের নতুন কাঁচা বাজারের সবজি বিক্রেতা রহমত মিয়া, ও শাহীন আলী জানান, সজিনা বাজারে কম উঠছে। বাজারে নতুন উঠায় সজিনার ব্যাপক চাহিদা রয়েছে ক্রেতাদের কাছে। তাই গেরস্তের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে। যার ফলে বেশি দামেই বিক্রি করছি। সজিনা ছাড়াও সব ধরণের সবজির দাম বেশি।
রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রসঙ্গে জেলার ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন জানান, আসন্ন রমজান উপলক্ষে মুদি ও সবজি ব্যবসায়ীরা যাতে অতিরিক্ত মূল্যে জিনিসপত্র বিক্রি করতে না পারে সে লক্ষ্যে হাট-বাজারগুলো নিয়মিত মনিটরিং করা হবে। এজন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
এএজেড