নারায়ণগঞ্জে ছিনতাকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. সুমন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ মার্চ) ফতুল্লা উপজেলার নরসিংহপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহতের স্ত্রী আসমা আক্তার জানান, আমার স্বামী ফতুল্লার নরসিংহপুরে একটি স্পিনিং কোম্পানিতে মেকানিক্যাল পদে কর্মরত ছিলেন। আজ সকালে বাসা থেকে পায়ে হেঁটে ওই মিলে যাওয়ার সময় ৫-৬ জন ছিনতাইকারী তাকে আটকে তার কাছে থাকা একটি ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বাঁধা দিলে তাকে ছুরিকাঘাত করে সব কিছু ছিনিয়ে নিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকলে আমি খবর পেয়ে দ্রুত তাকে ঢামেকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি সিলেট জেলার সুনামগঞ্জ থানার ভাঙ্গা পাড়া গ্রামে। সুমন রজব আলীর সন্তান। বর্তমানে তারা ফতুল্লার নরসিংহপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
এ বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কেএম/এসআইএইচ
