চাঁদাবাজির অভিযোগে হকার্স লীগ নেতা আটক
সাভার উপজেলা আওয়ামী হকার্স লীগের সাধারণ সম্পাদক ও সম্মিলিত হকার্স সমবায় সমিতির সভাপতি মো. আব্দুল কাদির মোল্লাকে আটক করেছে পুলিশ। রবিবার (১২ মার্চ) রাত ১১টার দিকে সাভার পৌরসভার সরণিকা এলাকা থেকে তাকে আটক করা হয়।
সোমবার (১৩ মার্চ) সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার পূর্ব পাশে ফুটপাতের দোকান থেকে চাঁদাবাজির অভিযোগে কাদির মোল্লাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে।
সম্মিলিত হকার্স সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. লিটন খান বলেন, কাদির মোল্লা সাভার উপজেলা শাখা আওয়ামী হকার্স লীগের সাধারণ সম্পাদক। তিনি সম্মিলিত হকার্স সমবায় সমিতির সভাপতিও। তার বিরুদ্ধে সড়ক ও জনপথের জমি বরাদ্দের আশ্বাস দিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠায় গতকাল (রবিবার) সমিতির পক্ষ থেকে আমরা জরুরি সভা আহ্বান করি। সভায় তাকে সমিতির সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য, ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের উপর দোকান গড়ে তা স্ট্যাম্পে লেখে দানপত্র করে প্রতারণার মাধ্যমে মহাসড়কের দোকানের মালিকানা হস্তান্তর করেছিলেন মো. আব্দুল কাদির মোল্লা। স্ট্যাম্পে দানপত্র লিখলেও মোটা অঙ্কের টাকার বিনিময়ে তা বিক্রি করা হয়েছিল বলে অভিযোগ করেন প্রতারণার শিকার একাধিক ভুক্তভোগী। শুধু বিক্রি করেই ক্ষান্ত হননি তিনি। নিতেন দৈনিক ভাড়া ও মাসিক হারে চাঁদাও। আবার ৬ মাস পর পর তা রিনিউ করতে হতো, না হলে পুরাতন ব্যক্তিকে উঠিয়ে নতুন কাউকে বসাতেন এই হকার্স লীগ নেতা। এ বিষয়ে একাধিক অভিযোগ পাওয়ার পর অবশেষে তাকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।
এসজি