চুরির ৫ মাস পর বাছুরসহ গাভী ফেরত দিল চোর!
চুরি করা গাভী বাছুরসহ প্রায় ৫ মাস পর ফেরত দিয়েছে চোর। এমনই এক ঘটনা ঘটেছে টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের মহন গ্রামে। গাভীর মালিক ওই গ্রামের মৃত মসলিম উদ্দিনের ছেলে শাহজাহান আলী। তিনি নরসিংদী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরত।
রবিবার (১২ মার্চ) ভোরে তার বাড়ির পেছনে একটি গাছে কালো রঙের ওই গাভী ও তার ২ মাস বয়সী বাছুর বেঁধে রাখা অবস্থায় দেখতে পায় স্থানীয় লোকজন। শনিবার (১১ মার্চ) রাতের কোনো এক সময়ে চোরচক্র বাড়ির পেছনে গাভী রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।
শাহজাহানের ছেলে সাব্বির জানান, প্রায় ৫ মাস আগে শুক্রবার জুমা নামাজের সময় অথবা পরে বাড়ির পাশে বেঁধে রাখা গাভীটি চুরি হয়ে যায়। সেসময় গাভীটি ৫ মাসের গর্ভবতী ছিল। প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা দিয়ে গাভীটি কেনা হয়েছিল। গাভীটি হারিয়ে গেলে বাজার ও গ্রামে গ্রামে খোঁজ করা হয়। অনেক দিন খোঁজ করে এবং অর্থ ব্যয় করেও গাভীটির খোঁজ মেলেনি। ৫ মাস পর বাছুরসহ গাভী পাওয়ায় আমরা অনেক খুশি। আশপাশের লোকজন অবাক ও উচ্ছ্বসিত। গাভী ও বাছুরটি দেখতে অনেকে বাড়িতে ভিড় জমাচ্ছেন।
গরুর মালিক শাহজাহান মুঠোফোনে বলেন, গাভীটি না পেয়ে প্রতি ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে গাভী ও বাছুরটির নিরাপত্তার জন্য দোয়া করি। আজ সকালে ছেলে মোবাইলে ঘটনাটি জানায়। এমন খবর পেয়ে এখন বাড়ি ফিরছি।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন বলেন, চুরি হওয়া গাভীটি ৫ মাস পর বাছুরসহ ফেরত দেওয়ার বিষয়টির ব্যাপারে অবগত নই। গাভীর মালিক অভিযোগ করেছিলেন কি না দেখতে হবে।
এসজি