'জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখান করেছে'
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে বলেছেন বাংলাদেশের জনগণ আপনাদেরকে প্রত্যাখান করেছে। আপনাদের সঙ্গে কেউ নাই। এর প্রমাণ হল ২০১৪ ও ২০১৬ সালের ইলেকশন। শুধু প্রশাসনের কিছু দুষ্টু লোক আপনাদের সঙ্গে আছে। বাধ্য হয়ে আপনারা প্রশাসনের মাধ্যমে জনগণের সামনে দাঁড়িয়েছেন।
শনিবার (১১ মার্চ) বেলা ১১টায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দাবিতে হবিগঞ্জে অনুষ্ঠিত জেলা বিএনপির ঘন্টাব্যাপী মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক উপরোক্ত কথা বলেন।
হবিগঞ্জ শহরের শায়েস্তানগর ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত এ মানববন্ধনে ড. এনামুল হক আরও বলেন, কেয়ারটেকার সরকার ছাড়া আগামী নির্বাচন হবে না। বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া ছাড়া আমরা মানব না। আমরা তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতে চাই। আমরা এখন কোথাও নিরাপদ নই। তাই এই আওয়ামী লীগ সরকারকে পরিবর্তন করতে হবে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব জি কে গউছ। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট মনজুর উদ্দিন শাহীন, মিজানুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় যুবদলের সদস্য মহিবুল ইসলাম শাহীন, এমজি মোহিত, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান সিতু প্রমুখ।
মানববন্ধন শেষে কয়েক হাজার বিএনপির নেতাকর্মী একটি বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি মানবন্ধনের স্থল থেকে জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।
এএজেড