স্বাধীনতা বিরোধী অপশক্তি ষড়যন্ত্রে লিপ্ত: মেয়র মাসুম

বাংলাদেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে দুষ্কৃতিকারীরা আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে প্রধামন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। সরকারের মেগা উন্নয়ন তাদের সহ্য হয় না। একেরপর এক ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে স্বাধীনতা বিরোধী অপশক্তি।
আজ শনিবার (১১মার্চ) বেলা ১২টার দিকে জেলা শহরে মেয়রের বাসভবন সংলগ্ন জনতার ঘরে আনন্দ টিভির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি।
মেয়র মাসুম ভূঁইয়া বলেন, ক্ষমতার লোভে আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে। আবারও তারা দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে মরিয়া হয়ে উঠছে। সাধারণ মানুষ এখন শান্তি চায়। আন্দোলনের নামে বিশৃঙ্খলা তারা মেনে নেমে না।
লক্ষ্মীপুর পৌরসভার উন্নয়নের আশ্বাস দিয়ে মেয়র মাসুম ভূঁইয়া বলেন, মেয়রের দায়িত্ব নেয়ার পর থেকে পৌরবাসীর উন্নয়নে কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছেন, তারই ধারাবাহিকতায় লক্ষ্মীপুর পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়তে সবধরণের কার্যক্রম হাতে রয়েছে। এসব কাজ বাস্তবায়নে উপস্থিত সাংবাদিক সহ পৌরবাসীর সহযোগিতা কামনা করেন মেয়র।
অনুষ্ঠানে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সিনিয়র সাংবাদিক জহির উদ্দিন, যুবলীগ নেতা নজরুল ইসলাম ভুলু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন ভুইঁয়া, শীর্ষ সংবাদের সম্পাদক নজরুল ইসলাম জয় ও সাংবাদিক রবিউল ইসলাম খান।
এএজেড
