নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ড: দগ্ধ আরও একজনের মৃত্যু
নারায়ণগঞ্জের মদনপুরের গাজী পেপার মিলস্ লিমিটেডে বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ মো. শাহিন (৪২) নামের আরও একজন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ৬টার দিকে হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) তার মৃত্যু হয়। এ নিয়ে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজনের মৃত্যু হলো। নিহত শাহিন কুমিল্লার নাঙ্গলকোট থানার মফিজুর রহমানের ছেলে।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শাহিনের শরীরের ৭০ শতাংশ দগ্ধ ছিল। আব্দুল হক (৫৫) নামের দগ্ধ আরও একজন চিকিৎসাধীন। তার শরীরের ৭৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থাও আশঙ্কাজনক। গত ১৫ জনুয়ারি রাতের এ অগ্নিকাণ্ডে প্রথম দিনেই আবু হানিফ (৪২) নামে একজনের মৃত্যু হয়। তিনি চট্টগ্রামের মীরসরাই উপজেলার মোকসেদ আলীর ছেলে। তিনি ওই ফ্যাক্টরিতে অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
গতকাল সোমবার দুপুর ২টার দিকে হাফিজুর রহমান (২৬) নামে একজন মারা যান। তিনি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মাহবুব হাওলাদারের ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, নারায়ণগঞ্জের পেপার মিলের আগুনে দগ্ধ হয়ে চারজন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলেন। তাদের তিনজনই মারা গেছেন। চিকিৎসাধীন অপর ব্যক্তির অবস্থাও আশঙ্কাজনক।
এএইচ/টিটি