সাবেক সেনাপ্রধানের উদ্যোগে ফ্রি ডেন্টাল মেডিকেল ক্যাম্প

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিগাঁওয়ে ফ্রি ডেন্টাল মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মার্চ) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মালিগাঁও ৫০ শয্যা হাসপাতাল প্রাঙ্গণে এ ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। প্রাক্তন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার উদ্যোগে তাঁর গ্রামের বাড়িতে অনুষ্ঠিত বিনামূল্যে এ চিকিৎসা শিবিরে যত্নসহকারে দাঁত তোলা, দাঁত ভরাট করা, মুখের রোগ, মৌখিক স্বাস্থ্য সম্পর্কিত তথ্য প্রদানের পাশাপাশি বিনামূল্যে ওষুধ, টুথব্রাশ, টুথপেস্ট ইত্যাদি বিতরণ করা হয়।
এর পাশাপাশি মুখের ঘা এবং জ্বালাপোড়ায় ভোগা রোগীদেরও চিকিৎসা/পরামর্শ দেওয়া হয়। মালিগাঁওয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্পের মাধ্যমে ৫ শতাধিক মানুষের চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডা. গোলাম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে ঢাকা থেকে ১৮ জন চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম আন্তরিকতার সাথে ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন।
চিকিৎসক টিমের অন্যান্যরা হলেন ডা: ফাতেমা ফারহানা সাথী, ডা. ফাহমিদা ফেরদৌস, ডা. সারোয়ার বিপ্লব, ডা. ইসরাত আজাদ, ডা. আশিকুর রহমান তন্ময়, ডা. রাইসুল ইসলাম, ডা. তৌসিফুল ইসলাম চৌধুরী সাইফ, ডা. জেভিন আফরিন, ডা. নিশাত তাসনিম, ডা. অনন্যা বিশ্বর, ডা. শ্যামল দাস, ডা. হাসান মাহমুদ, ডা. রফিউদ্দিন চৌধুরী, ডা. সুদীপ্ত চক্রবর্তী, ডা. আর. আর. মোহাম্মদ জুনায়েদ, ডা. রাফসান রাহী এবং ডা. মো: রায়হানুল ফেরদাউস।
শুক্রবার সকালে চিকিৎসা ক্যাম্প শুরু হওয়ার পর থেকেই মালিগাঁওসহ দাউদকান্দি ও আশপাশের বিভিন্ন এলাকার নানা বয়সী নারী পুরুষ ও শিশুরা এখানে চিকিৎসা নিতে আসেন। চিকিৎসকরাও আন্তরিকতার সাথে তাদের সমস্যাগুলো শুনে সে অনুযায়ী চিকিৎসা ও ওষুধ প্রদান করেন।
এ বিষয়ে জানতে চাইলে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডা. গোলাম মহিউদ্দিন চৌধুরী জানান, এখানে ফ্রি ডেন্টাল ক্যাম্পের পাশাপাশি মুখের ঘা এবং জ্বালাপোড়ায় যারা ভোগছেন তাদেরকেও চিকিৎসা/পরামর্শ দেওয়া হয়। মূলত সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার অনুপ্রেরণাতেই এখানে এ আয়োজন করা হয়েছে।
তিনি আমাকে বলছিলেন তাঁর গ্রামে একটি ডেন্টাল ক্যাম্প করার জন্য। আমি রাজি হয়েছি। তিনিই পুরো বিষয়টির ব্যবস্থাপনা সম্পন্ন করেছেন, ওষুধপত্র জোগাড় করেছেন। ১৮ জন চিকিৎসক এখানে চিকিৎসা সেবা দিচ্ছেন।
এএজেড
