৪ ঘণ্টা বাবার মরদেহ সড়কে রেখে হত্যাকারীদের শাস্তি চান মেয়ে
দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে টাঙ্গাইলের ঘাটাইলে কহিনূর মিয়া (৪৫) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগে হত্যাকারীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন মেয়েসহ তার পরিবার ও এলাকাবাসী।
বৃহস্পতিবার (৯ মার্চ) বিকাল ৪টা থেকে রাত ৭টা পর্যন্ত উপজেলার ঘাটাইল-সাগরদীঘি সড়কের উত্তর ধলাপাড়া চৌধুরীবাড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় ৪ ঘণ্টা কহিনূর মিয়ার লাশ সামনে রেখে সড়ক অবরোধ ও মানববন্ধন করে তারা। এতে সড়কের দুই দিকে যানজটের সৃষ্টি হয়। পরে গোপালপুর সার্কেল সহকারী পুলিশ সুপার মো. সোহেল রানা এবং ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মো. আজহারুল ইসলাম সরকারের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।
এ ঘটনায় ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম সরকার বলেন, ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকালে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি।
এ বিষয়ে গোপালপুর সার্কেল সহকারী পুলিশ সুপার মো. সোহেল রানা বলেন, নিহতের পরিবারে পক্ষ থেকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হবে।
প্রসঙ্গত, উপজেলার ধলাপাড়া ইউনিয়নের উত্তর ধলাপাড়া গ্রামের সামী চৌধুরীর সঙ্গে প্রতিবেশী কহিনুর মিয়ার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার (৮ মার্চ) সন্ধ্যার দিকে একই গ্রামের বাজেয়িদ, তারা মিয়া ও ইসমাইল কহিনুরকে ডেকে বায়েজিদের বাড়িতে নিয়ে আসে। এরপর বায়েজিদের বাড়িতে সামি চৌধুরীসহ কহিনুরের কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে উত্তেজিত হয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে ধলাপাড়া বাজারে চিকিৎসক হাফিজ উদ্দিনের কাছে নিয়ে যায়। কহিনুরের বুকে চাপ অনুভব করায় তাকে ইসিজি করার পরামর্শ দেন এবং পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআইএইচ