লক্ষ্মীপুরে আওয়ামী লীগের ২১৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ চলাকালে পুলিশের উপর হামলার ঘটনায় ১৫ জন উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০-২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে চন্দ্রগঞ্জ থানার এসআই মো. মহসীন বাদী হয়ে মামলাটি করেন।
এ ঘটনায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম শিফন খলিফা, ছাত্রলীগ নেতা রিয়াজ হোসেন জয় ও এম সজীবসহ ৪ জনকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিরা সবাই স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
জানা যায়, বুধবার সন্ধ্যায় চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে কমিটির পক্ষে বিপক্ষে স্থানীয় আওয়ামী লীগের কাজী সোলাইমান গ্রুপ ও চেয়ারম্যান নুরুল আমিন গ্রুপ মিছিল বের করে। চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের আফজাল রোডের মোড়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে গেলে উভয় দিক থেকে ইটপাটকেল নিক্ষেপ করলে ৫ পুলিশ সদস্যসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।
ডিবি পুলিশের এসআই জাকির হোসেন, চন্দ্রগঞ্জ থানার এসআই আব্দুর রহিম ও কনস্টেবল মোজাম্মেল হোসেন, ছাত্রলীগ নেতা আকবর হোসেনসহ অন্তত ২০ জন আহত হন। পরে আহতদের সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) আব্দুর রহিম জানান, বুধবার রাতে আওয়ামী লীগের সংঘর্ষের সময় পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন। যার প্রেক্ষিতে এজাহার নামীয় ১৫ জনসহ অজ্ঞাত ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় ৪ জনকে ঘটনাস্থল থেকে আটকের পর দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তহিদুল ইসলাম বলেন, আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় পুলিশের ২ এসআইসহ ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (৭ মার্চ) বিকালে চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী তার ফেসবুক পেজে চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের একটি আহ্বায়ক কমিটি প্রকাশ করেন। এতে ইউনিয়ন আওয়ামী লীগের চলমান কমিটির নেতারা ক্ষুব্ধ হয়ে বুধবার সন্ধ্যায় প্রতিবাদ মিছিলের ডাক দেন। একই সময় আহ্বায়ক কমিটির নেতারাও আনন্দ মিছিলের ডাক দেন। যার ফলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এসজি
