প্রশিক্ষণ নিয়ে ভাগ্য বদলেছে মেহেরপুরের নারীদের

মেহেরপুরে মহিলাবিষয়ক অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হয়েছে কয়েক হাজার বেকার শিক্ষিত নারী। প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হয়ে নিজের ভাগ্য বদলে এখন অন্যের ভাগ্য বদলাতে পাশে দাঁড়িয়েছেন এসব নারী। সময় পেরিয়েছে, সংসারের হাল এখন শুধু পুরুষের ঘাড়ে নয়, হাল ধরছে নারীও।
এক সময় মেহেরপুর অঞ্চলের নারীরা কটূক্তি আর লোকলজ্জার ভয়ে তেমন একটা ঘরের বাইরে বেরোতে চাইত না তারা। একারণে অনেক নারীকে জীবন-জগতের জ্ঞানের আলো স্পর্শ করেনি। মেহেরপুর গাংনী ও মুজিবনগর উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তর থেকে বিউটিফিকেশন, দর্জি, ফ্যাশন ডিজাইনার ও বুটিক প্রশিক্ষণ নিয়ে সেই সব নারীদের দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। এখন শুধু সংসারের হাল ধরার মধ্যেই সীমাবদ্ধ নয়, জাতীয় অর্থনীতিতেও ভূমিকা রাখছেন তারা।
অনেক শিক্ষিত, অল্প শিক্ষিত ও অশিক্ষিত নারীরা ঘরে বসে না থেকে প্রশিক্ষণ নিয়ে তারা আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি ক্ষমতায়নের দিক থেকে এগিয়ে যাচ্ছে।
প্রশিক্ষণার্থী ডলি আরা ও শারমিন খাতুন জানান, মহিলাবিষয়ক অধিদপ্তর থেকে দর্জি ও ফ্যাশন ডিজাইনিং-এ প্রশিক্ষণ নিয়ে এখন স্বাবলম্বী হয়েছি। ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করে যে আয় হচ্ছে তা দিয়ে সংসার ভালো চলছে। এ ছাড়া পাশের নারীরা আমার দেখে উৎসাহিত হচ্ছে। বিধবা, তালাকপ্রাপ্ত ও শিক্ষিত নারীরা প্রশিক্ষণ নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
প্রশিক্ষক নারগিস সুলতানা নির্জনা বলেন, নারীর উন্নয়নের পাশপাশি পুরুষের রোজগারের সঙ্গে নারীর রোজগার যোগ হয়ে সংসারে সচ্ছলতার ফিরে এসেছে। এসব প্রকল্পের ফলে নারীরা উদ্যোক্তা হচ্ছে। প্রশিক্ষণ নিয়ে বিউটি পারলার করেছেন। নারীরা প্রশিক্ষণ নিয়ে এগিয়ে এলে তারাও স্বাবলম্বী হতে পারবে।
প্রশিক্ষক তালিমুন নেছা বলেন, সমাজে যারা অসহায় ও সুবিধাবঞ্চিত নারীরা এখানে প্রশিক্ষণ নিয়ে অনেকে স্বাবলম্বী হয়েছে। আমরা চাই সকলে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হোক। আমি চাই মেয়েরা এখানে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হোক।
বিউটিশিয়ান আয়না খাতুন বলেন, প্রশিক্ষণ নেওয়ার ফলে সরকার কিছু টাকা দিয়েছে আর তার নিজের কিছু জমানো টাকা দিয়ে বিউটি পারলার গড়ে আয় করছেন। সঙ্গে কয়েকজন নারীরও কর্মস্থান তৈরি করেছেন।
শিল্পী খাতুন বলেন, আমি খোঁজ খবর নিতে এসেছি। সুযোগ দিলে প্রশিক্ষণ নিয়ে সমাজে অবদান রাখব।
গাংনী উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মোছা. নাসিমা খাতুন বলেন, মহিলাবিষয়ক অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে নারীরা স্বাবলম্বী হচ্ছে। প্রশিক্ষণার্থীদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে। তাদের স্বাবলম্বী করার জন্য সরকার এ প্রকল্প চালু করেছে।
এসএন
