কনস্টেবল পদে চাকরি পেতে এসপির সই জালিয়াতি, যুবক গ্রেপ্তার
কিশোরগঞ্জে পুলিশ সুপারের স্বাক্ষর ও সিল জাল করে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের অভিযোগে মো. রাজু আহম্মেদ সজিব (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ মার্চ) পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম এ তথ্য জানিয়েছেন। গ্রেপ্তার মো. রাজু আহম্মেদ সজিব জেলার হোসেনপুর উপজেলার চর জিনারী এলাকার সামসু উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গত শনিবার (৪ মার্চ) থেকে সোমবার (৬ মার্চ) কিশোরগঞ্জ পুলিশ লাইন্স মাঠে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার শারীরিক সক্ষমতা যাচাই ও কাগজপত্র যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নেন মো. রাজু আহম্মেদ সজিব। তিনি রবিবার (৫ মার্চ) শারীরিকসহ অন্যান্য পরীক্ষায় অকৃতকার্য হলে পুলিশ সুপারের স্বাক্ষর জাল করে ভুয়া প্রবেশপত্র নিয়ে পুলিশ লাইন্সে সোমবার (৬ মার্চ) সকালে প্রবেশ করে। এরপর পুলিশ সুপার ও নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারের মূল স্বাক্ষর ও সিলের সঙ্গে গড়মিল হওয়ায় তাকে আটক করা হয়।
রাজু ‘কৃতকার্য’ ও ‘যোগ্য’ লেখা ২টি সিল নকল করে তার প্রবেশপত্রে ব্যবহার করে সোমবার (৬ মার্চ) নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পুলিশ লাইন্স মাঠে প্রবেশ করে। পরে নিয়োগ বোর্ডের কাছে প্রবেশপত্র উপস্থাপন করলে তাতে ব্যবহৃত স্বাক্ষর ও সিল প্রাথমিকভাবে নকল প্রতীয়মান হওয়ায় বোর্ড সদস্যরা তাকে প্রশ্ন করলে সন্দেহজনক আচরণ করে। পরে খবর পেয়ে কিশোরগঞ্জ মডেল থানা উপপরিদর্শক দেলোয়ার পুলিশ লাইন্সে এসে রাজুকে আটক করে থানায় নিয়ে যান।
পুলিশের জিজ্ঞাসাবাদে রাজু স্বাক্ষর ও সিল জালের মাধ্যমে প্রতারণার কথা স্বীকার করেন। পরে রাজুর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ লাইন্সের পাশের একটি বাসার উত্তর দিকের ফাঁকা জায়গা থেকে ২টি সিল ও ১টি সিল প্যাড উদ্ধার করা হয়। এ ছাড়া জালিয়াতি ও প্রতারণার কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন, ভিজিটিং কার্ডসহ অন্যান্য জিনিস জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আল-আমিন হোসাইন বলেন, নিয়োগ পরীক্ষায় পুলিশ সুপারের ভুয়া স্বাক্ষর দিয়ে পরিকল্পিতভাবে প্রতারণার অভিযোগে মডেল থানায় রাজুর বিরুদ্ধে মামলা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরের দিকে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এসজি