২ চোরাই মোটরসাইকেলসহ যুবক আটক
চুয়াডাঙ্গায় চোরাই মোটরসাইকেল, মোবাইল ফোন, মাস্টার চাবি এবং ছিনতাই কাজে ব্যবহৃত সরঞ্জামসহ মহাসিন ওরফে মাবারক (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রবিবার (৫ মার্চ) বেলা আড়াইটার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৫ ফেব্রুয়ারি জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা এলাকার সাহিদ হোসেন মোটরসাইকেলযোগে বোনের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার কুকিয়া চাঁদপুরে যাচ্ছিলেন। রাত সাড়ে ৯টার দিকে রাস্তায় গাছে দড়ি বেঁধে তার পথরোধ করে ধারালো অস্ত্রের আঘাতে আহত করে। এসময় তার মোটরসাইকেল, মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তার হাত-পা বেঁধে রাস্তায় ফেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
পুলিশ সুপার বলেন, ভুক্তভোগী সাহিদ হোসেন গত ২৭ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা সদর থানায় অজ্ঞাত ৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরদিন জীবননগর থানা এলাকা থেকে সন্দেহভাজন ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এসময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৪ মার্চ কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় অভিযান চালায় পুলিশ। অভিযান চালিয়ে পাবনা জেলার চরকাতরা গুচ্ছগামের কিতাব সর্দারের ছেলে মহাসিন ওরফে মাবারককে আটক করে পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী তার হেফাজতে থাকা দুটি চোরাই মাটরসাইকেল, একটি মোবাইল ফোন, মোটরসাইকেলের তালা ভাঙার একটি মাস্টার চাবি জব্দ করা হয়।
এসজি