জাটকা সংরক্ষণের দায়ে মাছ ব্যবসায়ীকে জরিমানা

সাভারের আশুলিয়ার একটি বাজারে অভিযান চালিয়ে জাটকা ইলিশ পরিবহন ও সংরক্ষণের দায়ে মো. দীপু মিয়া নামে এক মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে আশুলিয়ার নয়ারহাট বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মাজিস্ট্রেট মো. আনোয়ার হোসেন।
তিনি বলেন, আজ সকালে ওই বাজারে অভিযান চালানো হয়। এসময় মাছ ব্যবসায়ী মো. দীপু মিয়াকে জাটকা ইলিশ পরিবহন ও সংরক্ষণের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এ ধরনের অভিযান আমরা নিয়মিত পরিচালনা করব। কেউ যেন অন্যায়ভাবে দ্রব্যের মূল্য বাড়িয়ে বিক্রি করতে না পারে এসব বিষয় মাথায় রেখে অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযানে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসানসহ একাধিক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
এসজি
